বিনোদন

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন মিম

প্রবাহ বিনোদন : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দুই বছরেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরছেন। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জিতের বিপরীতে ‘মানুষ’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। এরপর কোনো নতুন কাজ মুক্তি পায়নি, এমনকি ওটিটিতেও দীর্ঘদিনের জন্য অনুপস্থিত ছিলেন তিনি। তবে এবার বড় চমকসহ তিনি ফিরে আসার ঘোষণা দিয়েছেন। মিম ২০২৬ সালকে নিজের ‘কামব্যাক ইয়ার’ হিসেবে ঘোষণা করেছেন। সম্প্রতি এক ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি জানিয়েছেন, আগামী বছর দর্শকরা আবারও সিনেমা হলে তাকে দেখতে পাবেন। মিম জানিয়েছেন, ইতিমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত বিস্তারিত প্রকাশ করতে চাচ্ছেন না তিনি। এই দুটি কাজ ছাড়াও আরও কয়েকটি সিনেমা ও ওয়েব কনটেন্ট হাতে রয়েছে মিমের। মিম আরও জানিয়েছেন, ২০২৬ সাল থেকে নিয়মিতভাবে বড় পর্দা এবং ওটিটিতে কাজ করবেন। গত দুই বছরে কোনো কাজ মুক্তি না পেলেও তিনি ভালো গল্পের অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষা শিগগিরই শেষ হতে যাচ্ছে। আগামী মাসেই তার নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। বিরতির আগে মিমের সময়ও ছিল দারুণ। ২০২২ সালে রায়হান রাফীর ‘পরান’ দিয়ে ঈদুল আজহায় আলোচনায় এসেছিলেন তিনি। একই বছরে নির্মাতার আরেকটি ছবি ‘দামাল’ দিয়েও প্রশংসিত হয় তার অভিনয়। পরের বছর মুক্তি পায় দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ এবং সানী সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর মিম নতুন চমক নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button