আন্তর্জাতিক

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

প্রবাহ ডেস্ক : মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ায় ও সুদের হার নিয়ে অনিশ্চয়তা থাকায় আন্তর্জাতিক বাজারে গতকাল সোমবার টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম। খবর রয়টার্সের। মার্কিন স্থানীয় বাজারে স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৪৫ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিসেম্বর বেচাকেনার জন্য মার্কিন স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমিয়ে প্রতি আউন্স চার হাজার ৪২ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে। ব্রোকারেজ রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেছেন, ডলারের দাম এখন ছয় মাসের মধ্যে সবচেয়ে বেশি। যদি ডলারের এই মূল্য ১০০-এর ওপরেই থাকে, তাহলে স্বর্ণের দাম আরও কমতে থাকবে। কারণ, ডলারের দাম বাড়লে অন্য দেশের মানুষের জন্য ডলারের হিসাবে স্বর্ণ কেনা আরও খরচ সাপেক্ষ হয়ে যায়। সিএমই ফেডওয়াচ টুল জানাচ্ছে, আগামী মাসে ফেডের (মার্কিন কেন্দ্রীয় ব্যাংক) সুদের হার কমানোর সম্ভাবনা গতকাল সোমবার ৬৯ শতাংশে নেমে এসেছে, যা আগে ৭৪ শতাংশ ছিল। নিউ ইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামসের কঠোর মন্তব্যের পর হার কমানোর সম্ভাবনা সাময়িকভাবে বাড়লেও, অন্যান্য ফেড কর্মকর্তারা এখনো কঠোর অবস্থানে। ডালাস ফেডের প্রেসিডেন্ট লরি লোগান বলেছেন, কিছু সময়ের জন্য সুদের হার একই রাখা উচিত। শিকাগো ও ক্লিভল্যান্ডের ফেডের প্রেসিডেন্টরা সতর্ক করেছেন, এখনই হার কমালে অর্থনীতির ঝুঁকি বাড়বে। যেহেতু স্বর্ণ কম সুদের হারে লাভবান হয়, তাই হার কমানোর সম্ভাবনা কমায় এর দামেও প্রভাব পড়ছে। জিগার ত্রিবেদী আরও বলেছেন, আগামী তিন থেকে পাঁচ সপ্তাহে স্বর্ণের দামে কোনো বড় পরিবর্তন আসবে না, তবে দাম কিছুটা কমতে পারে। এদিকে, স্পট সিলভারের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪৯ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম ১.৫ শতাংশ বেড়ে এক হাজার ৫৩৩ দশমিক ৮৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৩ শতাংশ বেড়ে এক হাজার ৩৯১ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button