বিনোদন

আসছে ঈদে মুক্তি পাচ্ছে বুবলী-আদরের ‘পিনিক’

আদর আজাদ ও শবনম বুবলীকে নিয়ে নির্মিত ‘পিনিক’ ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছিল শুটিং শুরুর পর থেকেই। ২০২৪ সালের শেষ দিকে যখন ছবির কাজ শুরু হয়, তখনই নির্মাতা-প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়েছিল ছবিটি এ বছরের রোজার ঈদে মুক্তি পাবে। সেই অনুযায়ী প্রস্তুতিও চলছিল। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনায় আসে বড় পরিবর্তন। রোজার ঈদ না হলে কোরবানির ঈদ, সেটিও সম্ভব না হলে দুর্গাপূজা- নানা সময় বিবেচনায় নেওয়া হলেও কোনোটিতেই শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি পিনিক। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্মাতা জাহিদ জুয়েল জানিয়েছেন, আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাবে পিনিক। তিনি বলেন, ‘একটি ভালো সিনেমা উপহার দেওয়ার জন্য সময় নেওয়া হয়েছে। আমরা চাইছিলাম, প্রতিটি ফ্রেমই সঠিকভাবে ফুটে উঠুক। তাই তাড়াহুড়া করিনি। আশা করছি, আগামী রোজার ঈদে দর্শকরা ‘পিনিক’ উপভোগ করতে পারবেন।’ সিনেমাটি প্রযোজনা করেছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজক শিমুল খানও ছবিটিতে অভিনয় করেছেন। তিনি জানান, পুরো ছবির কাজ অনেক আগেই শেষ হয়েছিল, শুধু একটি গানের শুটিং অসম্পূর্ণ থাকায় মুক্তিতে বিলম্ব হয়। শিমুল খান বলেন, ‘গানের শুটিংয়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম। প্রাথমিকভাবে দুই-তিন মাস আগেই শেষ হওয়ার কথা ছিল; কিন্তু আমাদের নায়িকা বুবলী তখন দেশের বাইরে ছিলেন। সে কারণে সময় পিছিয়ে যায়। পরে পোস্ট-প্রোডাকশনেও আমরা সময় নিয়েছি, কারণ কোনো অংশে যেন কমতি না থাকে, এটাই ছিল আমাদের চেষ্টা।’ রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সমন্বয়ে নির্মিত ‘পিনিক’-এর গল্পকে নির্মাতা জাহিদ জুয়েল নিজেই বিশেষ বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, ‘আমাদের দেশে বিভিন্ন ঘরানার ছবি হচ্ছে- অ্যাকশন, থ্রিলার, হরর, রোমান্স। কিন্তু ‘পিনিক’-এ আমরা সব ঘরানার স্বাদ একসঙ্গে আনতে চেয়েছি। ছবিটি দেখতে বসলে দর্শক কখনও রহস্যে ডুবে যাবে, কখনও থ্রিল অনুভব করবে, আবার কোথাও আবেগের ছোঁয়াও পাবে। পুরো গল্পটিই খুব শক্তিশালী, যা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখবে।’ আদর আজাদ ও শবনম বুবলীর পাশাপাশি আরও আছেন-আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতুসহ দক্ষ অভিনয়শিল্পীরা। প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র জানায়, ছবিটির প্রচারণা শুরু হবে খুব শিগগিরই।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button