বিনোদন

চরকির ‘ডিমলাইট’, নতুন রূপে মোশাররফ করিম

প্রবাহ বিনোদন: ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল ফিল্ম ‘ডিমলাইট’-এ এবার সম্পূর্ণ নতুন চরিত্রে হাজির হচ্ছেন মোশাররফ করিম। দীর্ঘ অভিনয়জীবনে প্রথমবার তিনি পর্দায় দেখা দেবেন একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে। মানুষকে হাসানোই যার পেশা, কিন্তু নিজের জীবনের হাসিটাই ধীরে ধীরে ঝাপসা হয়ে গেছে। নির্মাতা শরাফ আহমেদ জীবনের তৈরি এই সিনেমা মূলত মধ্যবয়সী এক মানুষের অদেখা ভাঙাচোরা অনুভূতির গল্প। নব্বইয়ের দশকে মঞ্চনাটক দিয়ে অভিনয়জীবন শুরু করা মোশাররফ করিম সময়ের সঙ্গে টেলিভিশন, চলচ্চিত্র, ওটিটি মিলিয়ে চরিত্রের বৈচিত্র্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ‘মহানগর’-এর ওসি হারুন কিংবা ‘মোবারকনামা’র মোবারক, প্রতিটি চরিত্রেই তিনি দেখিয়েছেন গাঢ় আবেগের অভিনয়শক্তি। দর্শকের বহুপ্রিয় এই অভিনেতাকে আগে কখনো দেখা যায়নি কমেডিয়ান চরিত্রে। তার ওপর স্ট্যান্ড আপ কমেডি, যেখানে হাসির ভিতর লুকিয়ে থাকে মানুষের গভীর হতাশা ও যন্ত্রণা। সেই অচেনা ভুবনেই এবার পা রাখলেন তিনি। ‘ডিমলাইট’ তাই শুধু কমেডি নয়, বরং হাসির আড়ালে ঢাকা পড়ে থাকা মধ্যবয়সী সংকটের গল্প। দায়িত্ব আর সম্পর্কের চাপ যে কিভাবে ধীরে ধীরে মানুষের জীবনের আলোটুকু ম্লান করে দেয়, সেটাই তুলে ধরেছে সিনেমাটি। নির্মাতা শরাফ আহমেদ বলেন, জীবনের কিছু অনুভূতি অত্যধিক আলোতেও দেখা যায় না আবার পুরো অন্ধকারেও নয়। সেগুলো দেখতে দরকার নরম আলো, ঠিক সেই ডিমলাইটের মতো। সেই প্রতীকী আলোতেই উঠে এসেছে মোশাররফ করিমের নতুন রূপ। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রথমবার ‘ডিমলাইট’-এর ইঙ্গিত দেয়া হয় বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫। পোস্টে লেখা ছিল, মোশাররফ করিম ফিরছেন নতুন রূপে। এই রহস্য থেকেই কৌতূহল শুরু। রোববার ২৩ নভেম্বর আরেকটি পোস্টে লেখা হয়, লাইফটাই একটা জোক আর সবচেয়ে বড় জোক মিডলাইফ ক্রাইসিস। গত মঙ্গলবার প্রকাশিত হয় চলচ্চিত্রের অফিশিয়াল পোস্টার। সেখানে এটিকে চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ষষ্ঠ ছবি হিসেবে নিশ্চিত করা হয়। ফিল্মটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নাহিদ হাসনাত। অভিনয় করেছেন তানজিকা আমিন, পারসা ইভানা ও নির্মাতা শরাফ আহমেদ নিজেও। তানজিকা আমিন বলেন, এই গল্প একেবারেই জীবনের। পারসা ইভানা মনে করেন, হিউমার আর সংকট একসঙ্গে বোনা হয়েছে, যা দর্শকের কাছে খুবই পরিচিত লাগবে। নিজের চরিত্রটি নিয়ে মোশাররফ করিম বলেন, আমাদের নিত্যদিনের কাজকর্ম, বাচ্চার স্কুলের ফি, বাজার করা, এসবের আবরণে সম্পর্কগুলো ঢেকে যেতে থাকে। তখন আর ফুল থাকে না, ফুলের ঘ্রাণ থাকে না। সেই হারিয়ে যাওয়া অনুভূতির কথাই উঠে এসেছে ‘ডিমলাইট’-এ। তিনি আরও বলেন, এই চরিত্র এর আগে কখনো করেননি, তাই দর্শকের কাছেও এটি নতুন মনে হবে। চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের আগের পাঁচ চলচ্চিত্রই পেয়েছে প্রশংসা। চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, ভালো কনটেন্টের জন্য অপেক্ষা করতে রাজি থাকেন দর্শক। ছবিয়ালের কর্ণধার নুসরাত ইমরোজ তিশা মনে করেন, আগের ধারাবাহিকতার মতোই ‘ডিমলাইট’ও দর্শককে ভাবাবে। মঞ্চ থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্র ও ওটিটি, প্রতিটি ধাপে নিজেকে নতুনভাবে হাজির করেছেন মোশাররফ করিম। ‘ডিমলাইট’ সেই ধারায় আরেকটি নতুন অধ্যায় যোগ করছে। হাসির আড়ালে লুকানো যন্ত্রণার গল্পে এই অভিনেতা এবার দর্শককে কোথায় নিয়ে যান, সেটাই এখন সবচেয়ে বড় আগ্রহ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button