বঙ্গোপসাগরে গভীর নি¤œচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

প্রবাহ রিপোর্ট : দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি অবস্থানরত নি¤œচাপটি ঘনীভূত হয়ে গভীর নি¤œচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তাল রয়েছে উত্তর বঙ্গোপসাগর। ফলে দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৯টায় গভীর নি¤œচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৩৫ কিমি, কক্সবাজার থেকে ১৯৭৫ কিমি, মোংলা থেকে ১৯৪৫ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৩০ কিমি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।
গভীর নি¤œচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতি ঘণ্টায় ৫০ কিমি, যা দমকা বা ঝড়ো হাওয়ার বেগে ৬০ কিমি পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের আশপাশের সাগর এলাকাও উত্তাল রয়েছে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে।



