‘দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও সরকারের অনেকেই নির্বাচনে যাচ্ছেন’

প্রবাহ রিপোর্ট : দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্র্বতী সরকারে থাকা আরও কয়েকজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ এ কথা বলেন।
সাংবাদিকদের তিনি আরও বলেন, রাজনৈতিক বিষয়ে এখন মন্তব্য না করাই ভালো। পরে আপনাদের সঙ্গে রাজনৈতিক বিষয়ে কথা হবে।
এসময় বিএনপি থেকে নির্বাচন করা নিয়ে নানান গুঞ্জনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে মিডিয়াতে আমি কিছুই বলিনি। কিছু বলবও না। কারণ, আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেওয়া উচিৎ হবে না। আমি যথাসময়ে জানাবো; আপনারা খুব দ্রুত জানতে পারবেন।
উপদেষ্টা বলেন, নির্বাচন করব বলেছি। কিন্তু নির্বাচন কোথা থেকে করবৃ এখনো ঘোষণা দিইনি। তবে আমরা শুধু দুই ছাত্র উপদেষ্টা না, সরকারে আরও যারা বিভিন্নভাবে জড়িত আছেন; তারাও কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। এমন কোনো আইন নেই বা বিধিনিষেধ নেই যে, অন্তর্র্বতী সরকারে যারা থাকবেন তারা নির্বাচন করতে পারবেন না। তবে, যে বা যারাই নির্বাচন করবেন তারা নির্বাচনী কাজে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন।



