১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রবাহ রিপোর্ট : বঙ্গোপসাগরের টেকনাফের সেন্টমার্টিন থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১২ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের পূর্বদিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে তাদের ধরে নিয়ে যায়। ট্রলার দুটির মালিক সেন্টমার্টিনের বাসিন্দা মো. ইলিয়াস ও নুর মোহাম্মদ।
ট্রলারমালিক নুর মোহাম্মদ বলেন, ‘‘বুধবার (২৬ নভেম্বর) কবির মাঝির নেতৃত্বে ছয়জন জেলে আমার ট্রলার নিয়ে ছেঁড়াদ্বীপের অদূরে মাছ ধরতে যায়। এ সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে ছেঁড়াদ্বীপের কাছাকাছি অবস্থানকালে আরাকান আর্মির সদস্যরা জেলেদের তুলে নিয়ে যায়।’’ এ ঘটনায় স্থানীয় ট্রলার মালিক ও জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশি জেলেদের অনুপ্রবেশের অভিযোগ তুলে দুটি ট্রলারসহ ১২ জন জেলেকে আটক করার খবর ও ছবি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশ করেছে মিয়ানমারভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যম।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘‘দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে কোস্ট গার্ড, বিজিবি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।’’
সেন্টমার্টিন ফিশিং ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি আজিম উদ্দিন বলেন, ‘‘বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এতে জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’’



