রূপসায় প্রবাসী সোহেল হত্যার আসামি বি-কোম্পানীর সদস্য আসাদুল গ্রেফতার

হত্যাকা-ের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারা জবানবন্দী
স্টাফ রিপোর্টার : খুলনার রূপসায় সম্প্রতি প্রবাসী সোহেল হাওলাদার হত্যার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক হত্যার সাথে জড়িত থাকার কথা আদালতে জবানবন্দী প্রদান করেন। পুলিশ জানায়, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর এলাকায় ৬ নভেম্বর সোহেলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের মা নুরজাহান বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়ের এর পর উর্ধতন পুলিশ কর্মকর্তারা হত্যার প্রকৃত ঘটনা উদঘাটন এর জন্য রূপসা থানার এস আই মামলার আইও মো. আশরাফুল আলম এর উপর দায়িত্ব হস্তান্তর করেন।
মামলাটি তদন্তভার দায়িত্ব গ্রহণের পর এস আই আশরাফ হত্যার মূল রহস্য উদঘাটনের অংশ হিসেবে সোহেল হত্যার ২০ দিন পর হত্যার সাথে জড়িত থাকার ঘটনায় ওই এলাকার সিদ্দিক খা এর ছেলে নিষিদ্ধ ঘোষিত বি-কোম্পানীর সক্রিয় সদস্য কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুল খা কে মামলার তদন্তকারী অফিসার এস আই আশরাফুল আলম (২৬ নভেম্বর) রাতে নৈহাটী ইউনিয়নের রামনগর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসাদুল খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলতাফ হোসেনের আদালতে হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে মামলার আইও এস আই আশরাফুল আলম বলেন, প্রবাসী সোহেল হাওলাদার হত্যাকা-ের আসামী বি-কোম্পানীর সদস্য ও কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুলকে আটক করা হয়। আদালতে হত্যাকা-ের দায় স্বীকার করে আটককৃত আসামি ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
