খানজাহান আলী থানা বিএনপি’র সাবেক নেতৃবৃন্দের সাথে বকুলের মতবিনিময়

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দের সাথে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা- ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মত-বিনিময় সভায় সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা বিএনপির প্রতিষ্ঠা সভাপতি শেখ মতিয়ার রহমান। মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি মীর কায়ছেদ আলীর সঞ্চালনা মতবিনিময় সভায় বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, মহানগর বিএনপি’র সাবেক সভাপতি শেখ ইকবাল হোসেন, দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাবেক কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, সাবেক বিএনপি নেতা আব্দুর রব মুন্সী, সাবেক ভিপি মোঃ মহিউদ্দিন খোকন, সাবেক বিএনপি নেতা রফিকুল ইসলাম শুকুর, মোল্যা সোলায়মান হোসেন, ইউপি সদস্য গোলাম কিবরিয়া, ইউপি সদস্য হাদিউজ্জামান, সাবেক ইউপি সদস্য শাহ আলম, শেখ ইকরাম হোসেন, নাসির পাটোয়ারী, মোঃ হুমায়ুন কবির বিল্লাল, শাজাহান হাওলাদার, মোহাম্মদ জামাল, মোঃ জাহাঙ্গীর হোসেন, আরিফুর রহমান মন্টু, জাহিদুল ইসলাম, নাজমুল হুদা পলাশ, শিরোমনি ওয়েব জুট মিলের চেয়ারম্যান সরদার লিটন, সাবেক ইউপি সদস্য ও মহিলা নেত্রী ঝর্না বেগম, মাস্টার আব্দুল কুদ্দুস। মত বিনিময় সভায় বিএনপি’র তৃণমূলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। সভার শুরুতে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতায় বিশেষ দোয়া করা হয়।



