বিনোদন

অজয়ের সেই পোস্ট নিয়ে যা বললেন কাজল

প্রবাহ বিনোদন ডেস্ক ঃ বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল দম্পতির প্রায় ২৫ বছরের দাম্পত্যজীবন। তবে সম্প্রতি তাদের প্রেমজীবনের ২৮ বছর পূর্ণ হলো। ১৯৯৭ সালে ‘ইশ্ক’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। সেই সিনেমার পরেই বিয়ের সিদ্ধান্ত নেন এ তারকা জুটি। প্রেমজীবনের ২৮ বছরে এসে সেই ‘ইশ্ক হুয়া’ সিনেমার গানটির সঙ্গে অভিনেত্রীর একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিলেন অজয় দেবগন। আর তা দেখেই গর্জে ওঠেন অভিনেত্রী। অজয় সেই গানের প্রথম তিনটি বাক্যকে তিনটি ভিন্ন ছবিতে ভেঙে ব্যবহার করেছেন। প্রথম ছবিতে ‘ইশ্ক হুয়া’ লেখেন, সঙ্গে তার ও কাজলের ছবি। তার পরে ‘ক্যায়সে হুয়া’-র সঙ্গে তাদের বিয়ের ছবি। সবশেষে ‘আচ্ছা হুয়া’ লিখে সঙ্গে ছেলেমেয়েসমেত একটি ছবি শেয়ার করে নেন অভিনেতা। আর তাতেই ফুঁসে উঠে কাজল লিখলেন সবই হলো, কিন্তু তুমি তো পোষ্যের কথা ভুলে গেলে। অভিনেত্রীর এমন খুনসুটিতে ভরা মন্তব্যে অনেক নেটিজেনই তাদের মিষ্টি জুটির তকমা দিয়েছেন। যদিও এক নেটিজেন একে ব্যাঙ্গাত্মক চোখে দেখেছেন। কারণটা অবশ্য অজয়ের করা একটি পুরোনো মন্তব্য। এর আগে এক সাক্ষাৎকারে অজয় দাবি করে বলেছিলেনÍ বর্তমান প্রজন্মের প্রেম খুবই গা-ছাড়া। এতে তেমন কোনো গভীরতা নেই। তাদের সময়ে প্রেমের মানে খুবই গভীর ও শক্তিশালী ছিল। এর পরেই অজয় জানান, তিনি আজকাল শুধু পোষ্যদের প্রতিই ভালোবাসা অনুভব করতে পারেন। অভিনেতা বলেছিলেন, ভালোবাসা পাওয়ার মধ্যে এক অদ্ভুত সন্তুষ্টি রয়েছে। আমরা প্রেমে পড়লে যে অনুভূতি তৈরি হতো, নতুন প্রজন্মেরও সেই অভিজ্ঞতা হোকÍ এমনই চাইব। আজকাল ওই মাপের ভালোবাসা শুধুই পোষ্যের প্রতি অনুভব করা যায়। এই ভালোবাসাই শর্তহীন হয়ে থাকে। প্রার্থনা করবÍ মানুষেরও এমন অনুভূতি হোক। তবে কি অজয়কে ওই মন্তব্যের জন্যেই ঘুরিয়ে খোঁচা দিলেন কাজল?

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button