আন্তর্জাতিক

রাফায় ৯ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

প্রবাহ আন্তর্জাতিক ডেস্ক ঃ দক্ষিণ গাজার রাফা শহরে একটি সুড়ঙ্গের ভেতরে ৯ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইল। শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এ দাবি করেছে ইসরাইলি সেনারা। খবর মিডল ইস্ট মনিটরের।
ইসরাইলি সেনারা আরও অভিযোগ করেছে, এখন পর্যন্ত পূর্ব রাফার ভূগর্ভস্থ সন্ত্রাস কাঠামো থেকে পালাতে চাওয়া ৩০ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করা হয়েছে। তবে ইসরাইলের এ দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হামাস। সম্প্রতি ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় ২০০ জন হামাস যোদ্ধা রাফার একটি সুড়ঙ্গে আটকা পড়েছে। তবে তাদের নিরাপদে বেরিয়ে আসার পথ দেওয়ার জন্য হামাস ও মধ্যস্ততাকারীদের অনুরোধে এখনো সাড়া দেয়নি তেল আবিব। রাফা গাজা উপত্যকার এমন অঞ্চলে অবস্থিত তা এখনো ইসরাইলি সেনাদের দখলে আছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গত অক্টোবরে হামাস ও ইসরাইর একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়।চুক্তির প্রথম ধাপের মধ্যে রয়েছে, ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে জিম্মিদের মুক্তি। এছাড়া গাজা পুনর্গঠন ও হামাস ছাড়া নতুন প্রশাসনিক ব্যবস্থাপনা গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত আছে এতে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে ইসরাইল। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ সময়ে আহত হয়েছেন এক লাখ ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button