আন্তর্জাতিক

ইসরাইলের বারবার ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে যা বললেন এরদোগান

প্রবাহ আন্তর্জাতিক ডেস্ক ঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরাইল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে চলেছে ‘মিথ্যা’ অজুহাত দেখিয়ে। শনিবার (২৯ নভেম্বর) ইস্তাম্বুলে বিজ্ঞান বিতরণ পুরস্কার অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
এরদোগান বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও হামাস ধৈর্য ধরে যুদ্ধবিরতি বজায় রাখছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তাদের সহকর্মীদের মৃত্যুর খবর প্রকাশ করতে ব্যর্থ হয়েছে, যেখানে গাজায় ২৭০-এরও বেশি সাংবাদিক নিহত হয়েছে।
এরদোগান ইসরাইলের হামলায় শিক্ষাব্যবস্থায়ও বিরাট ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে বলেন, ১৩,৫০০-এর বেশি শিক্ষার্থী, ৮৩০ শিক্ষক ও শিক্ষা কর্মী, এবং ১৯৩ বিজ্ঞানী ও গবেষক নিহত হয়েছে। এছাড়াও ৭৮৫,০০০-এরও বেশি শিক্ষার্থী তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। যা একটি ইচ্ছাকৃত, পরিকল্পিত গণহত্যার নীতি।
তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান, এ ধরনের বিষয়গুলো উত্থাপন করা এবং সমাধান খোঁজার জন্য তুরস্ক অঙ্গীকারবদ্ধ, এবং তিনি এই বিষয়ে দক্ষিণ আফ্রিকায় গত সপ্তাহে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনে আলোচনাও করেছেন। অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরাইলের হামলায় প্রায় ৭০,০০০ মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button