স্থানীয় সংবাদ

বেগম জিয়া একান্তভাবেই একজন দেশপ্রেমিক নেত্রী Ñ মঞ্জু

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রূপালী ব্যাংক ও ২১ ও ২৫ নম্বর ওয়ার্ডে দোয়া

স্টাফ রিপোর্টার ঃ বহু ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল দাবি করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, দৃঢ় মনোবল ও সাহস নিয়ে সব সময় মানুষের পাশে ছিলেন বেগম জিয়া। দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়া যে আপসহীন ভূমিকা রেখেছেন তা বৃথা যাবে না। অনেক সংকট-উৎকন্ঠার মধ্যেও খালেদা জিয়ার চিকিৎসায় আলোর রেখা দেখা যাচ্ছে, তিনি চিকিৎসা নিতে পারছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে এবং দেশের জনগন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে মহান আল্লাহতায়াল কাছে প্রার্থনা করছে, তিনি সুস্থ হয়ে দেশ ও দলের জন্য কাজ করবেন, ইনশাল্লাহ। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রূপালী ব্যাংক কর্মচারী সংঘ, সিবিএ অফিস খুলনা বিভাগীয় কার্যালয়ে দেশনেত্রী খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। রূপালী ব্যাংকের জিএম রোকনুজ্জামান, সিবিএ নেতা মঞ্জুরুল ইসলাম, কাজী মতিউর ইসলাম ও ইসমাইল শেখ এর সহযোগিতায় দোয়া পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান। সকাল সাড়ে ১১টায় ২১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে কদমতলা মোড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাজী আব্দুল মালেক। শ্রমিকদল নেতা শামীম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। দুপুর দেড়টায় দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দের আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। নজরুল ইসলাম বাবু’র সভাপতিত্বে এবং আনিসুর রহমান আরজুর পরিচালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ ইদ্রিস আলী। প্রধান অতিথির বক্তব্য নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, বেগম জিয়া একান্তভাবেই একজন দেশপ্রেমিক নেত্রী ছিলেন, গণতান্ত্রিক নেত্রী ছিলেন। মমতাময়ী এই মহান দেশপ্রেমিকের জন্য তিনি রাষ্ট্রের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মাহবুব হোসেন, বাচ্চু মীর, মেশকাত আলী, মোস্তফা কামাল, আতিয়ার রহমান পাটোয়ারী, আলমগীর হোসেন আলম, আশিক ইকবাল লিটন, হেদায়েত হোসেন হেদু, কামাল উদ্দিন, ইকবাল হোসেন, ওহেদুর রহমান বাবু, সাইমুন ইসলাম রাজ্জাক, লিটু পাটোয়ারী, আলমগীর ব্যাপারী, মিজানুজ্জামান তাজ, মোহাম্মাদ আলী, মনিরুল ইসলাম, মোস্তফা জামান মিন্টু, মিজানুর রহমান মিজান, সুলতান মাহমুদ সুমন, এ আর রহমান, সেলিম বড় মিয়া, কামাল হোসেন, সোহেল খন্দকার, মোল্লা আলী আহমেদ, শেখ অহিদুজ্জামান, জাহান আলী সরদার, শরিফুল ইসলাম সাগর, জাহিদুল ইসলাম খোকন, পারভেজ মোড়ল, মারুফুর রহমান, আসমত হোসেন, মুশফিকুর রহমান অভি, মেহেদী হাসান, পি এম শহিদ, শফিউদ্দিন আহমেদ, জুয়েল রহমান, গিয়াসউদ্দিন, ইমরান হোসেন, আমিনুল ইসলাম বুলবুল, সজল আকন নাসিব, ইলিয়াস হোসেন, ওহেদুজ্জামান শিমুল, আক্তার হোসেন বিপু, মহসীন খন্দকার, রবিউল ইসলাম, রুহুল আমিন রাসেল, শহীদ হাওলাদার, মোল্লা মেহেদী হাসান, মিজান সরদার, ইসলাম খলিফা, আনোয়ার মোল্লা, লাল মিয়া, জাকির মহরী, খান মো. ফয়সাল, মিজান হোসেন, সাইফুল ইসলাম সাদি, আরিফ হোসেন, সাঈদ হোসেন, রাজিব খান রাজু, লিটন তালুকদার, বেল্লাল হোসেন, মাসুদুর রহমান রাসেল, আব্দুল কাদের, রিফাত হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button