১৭ ঘণ্টার ব্যবধানে বঙ্গোপসাগরে ফের ভূমিকম্প

প্রবাহ রিপোর্ট : ১৭ ঘণ্টার ব্যবধানে বঙ্গোপসাগরে আবারও ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার (০২ ডিসেম্বর) ভারতের স্থানীয় সময় সকাল ৭টা ২৬ মিনিটে ২০.৫৬ উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে এ কম্পনটি রেকর্ড করা হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২ এবং গভীরতা প্রায় ৩৫ কিলোমিটার।
এর আগে গতকাল সোমবার (১ ডিসেম্বর) ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৩২ মিনিট ৪ সেকেন্ডে বঙ্গোপসাগরে একটি ভূমিকম্প আঘাত হানে। এই কম্পনের মাত্রাও ছিল ৪.২ এবং গভীরতা ছিল ৫৭ কিলোমিটার।
এছাড়াও মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১২ টা ৫৫ মিনিটে রাজধানী ঢাকাসহ চার বিভাগে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত অনুভূত হয়। বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতে ভূমিকম্প অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা— ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর উৎপত্তিস্থল মিয়ানমারের ফালামে। ভূমিকম্পটির উৎপত্তি ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
তার আগে, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২৬ সেকেন্ডের ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। ভূকম্পনে ভবনের অংশ ধসে সারাদেশে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও আহত হয়েছেন কয়েকশ মানুষ। পরদিন আরও তিন দফা ভূমিকম্প অনুভূত হয়।
সূত্র: ইকোনোমিক টাইমস



