খুলনায় জোড়া হত্যায় রিপন নামের এক সন্দেহভাজন আটক

# মামলা না হলে পুলিশই বাদী হবে #
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় মহানগর ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে গুলি ও কুপিয়ে ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদার হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে মো. রিপন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে রূপসার চাঁনমারী এলাকার চর স্কুল গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং মঙ্গলবার ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।
খুলনা সদর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হাই জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রিপনকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতদের পরিবারের কেউ এখনও মামলা করতে থানায় আসেনি। আরও একদিন অপেক্ষা করার পরও যদি কেউ মামলা না করে, তাহলে পুলিশ নিজ উদ্যোগে হত্যা মামলা করবে। গত রোববার দুপুরে আদালতের প্রধান গেটের সামনে জনাকীর্ণ সড়কে ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদারকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। নিহত দুজনই পলাশ বাহিনীর সদস্য হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় আরেক শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। মাদক ব্যবসা, কোন্দল ও আধিপত্য বিস্তারসহ চারটি সম্ভাব্য কারণকে কেন্দ্র করে তদন্ত চলছে।

