গুটুদিয়ার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবুল হাসানের বিরুদ্ধে খুলনা নগরীর সবুজবাগ আবাসিকের ২ নং গলিতে জমি জবরদখল করে বাড়ি ও রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে। বুধবার সকালে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, ভুক্তভুগি পরিবারের সদস্য তানভির আহম্মেদ। তিনি বলেন, ২০১৭ সালে আমার পিতা মারা যান। তিনি মারা যাওয়ার পরে আমাদের জমি দখল করতে শুরু করে স্বৈরাচার আওয়ামীলীগের দোসর ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসান। ২০১৬ সালের শেষের দিকে আমাদের পাশের ১৩৭১৭ দাগের ৬.৬০ শতাংশ জমি ২ মেয়ের নামে ক্রয় করে আবুল হাসান। ১৩৭০৮ দাগে আমাদের রেকর্ডিয় জমির পরিমান ১২.০৬ শতাংশ। আবুল হাসান ২০১৭ সাল থেকে ৫ তলা একটি ভবন নির্মানের কাজ শুরু করে। সেই ভবন তিনি আমাদের দাগের জমির মধ্যে নিয়ে আসেন জোরপূর্বক। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় তার দাপট দেখাতেন তিনি। সে কারনে বার বার আমরা প্রশাসনের কাছে বলেও নিরাশ হয়েছি। বেশ কয়েকবার থানায় এ বিষয়ে বসবসি করা হলেও কোনো সুরহা হয়নি। তিনি বাড়ি করার সাথে সাথে আমাদের জমির ওপর দিয়ে রাস্তাও করে নিয়েছেন বিনা অনুমতিতে। এতে আমাদের দাগের মূল জমির অংশের প্রায় ৪ শতাংশ জমি কমে গেছে। বার বার তাকে এ বিষয়ে বলা হয়েছে আমাদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে। তবে তিনি কোনো আইনের তোয়াক্কা না করে আমাদের প্রাণ নাশের হুমকি দিয়ে গেছেন। তিনি আরো বলেন, আবুল হাসানের বিরুদ্ধে ডুমুরিয়া এলাকায় রয়েছে নানা অভিযোগ। দলিয় ভয় দেখিয়ে জমি দখল, জুয়া, সাক্ষর জালিয়াতি, ডাকাতি, সরকারি খাস জমি বিক্রি সহ নানা রকম কেলেংকারীর সাথে যুক্ত সে। এই আবুল হাসান ৫০ লাখ টাকা দিয়ে জমি কিনে তার ওপরে প্রায় ৩ কোটি টাকা ব্যয় করে ৫ তলা একটি ভবন তুলেছেন। চেয়ারম্যান পদ ছাড়া তার আয়ের উৎস কি ছিলো। আবুল হাসানের এই জোরপূর্বব জমি দখল করে বাড়ি ও রাস্তা বানানোর কারনে আমরা আর্থিক, সামাজিক ও মানসিক ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তানভির আহম্মেদ ও তার পরিবার। তাই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।


