মুরগির ডিম-মাংসের মূল্য ধ্বসে খামারীদের হাহাকার প্রশাসন চুপ

# প্রতিকারের দাবিতে পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভা #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্র্রিজ এ্যসোসিয়েশনের খুলনা বিভাগীয় শাখা ও খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির প্রতিবাদ সভা নগরীর ডাল মিল মোড়স্থ সংগঠনের কার্যালয়ে ৩ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহের সভাপতিত্বে ও মহাসচিব প্রাণিপ্রেমী এস.এম সোহরাব হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় মুরগির ডিম-ব্রয়লার মাংসের বাজার মূল্য অস্বাভাবিক ভাবে কমে যাওয়া পক্ষান্তরে খাবার-বাচ্চা-ঔষধ এর মূল্য বৃদ্ধি পাওয়ায় খামারি-উৎপাদকরা মহাসংকটে এবং তাদের অবলা-অবুজ মুরগিদের লালন-পালন করতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থায় সরকারের প্রাণিসম্পদ বিভাগ, ভোক্তা অধিকার, মিডিয়াসহ স্থানীয় প্রশাসন একবারে নিঃশ্চুপ সমিতির নেতৃবৃন্দ উদ্বেগ ও প্রতিবাদ করে বলেন- যখন ডিম মাংসের দাম বাড়ে তখন ভোক্তা অধিকারসহ প্রশাসন জেল, জরিমানা করে কিন্তু বর্তমানে খামারিরা অনেক ক্ষতিগ্রস্থ হলেও ক্ষতিপুরণ ও সরকারি কোন সুযোগ সুবিধা পায় না। এ লক্ষ্যে সভায় বক্তারা বলেন- কোন লিমিটেড কোম্পানী উৎপাদন করতে পারবে না। উৎপাদিত ডিম, ব্রয়লার মাংস সরকার কর্তৃক পাইকারি-খুচরা ভোক্তা পর্যায় পর্যন্ত নির্দিষ্ট দাম নির্ধারন। এটি বহাল রাখার জন্য সকল বাজারে মনিটরিং জোরদার করতে হবে। বারংবার ডিম-বাচ্চা-ঔষধের মূল্য বৃদ্ধি করা যাবে না। যদি বাড়াতে হয় তাহলে অস্থায়ী কোর্টের শুনানির মাধ্যমে কারণ দেখিয়ে বৃদ্ধি করতে হবে। দেশের চাহিদার আলোকে ডিম, ব্রয়লার মাংস উৎপদনের লক্ষ্যে টেকসই খামার-বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। যদি উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয় তাহলে তা বাইরের দেশে রপ্তানির উদ্যোগ নিতে হবে। প্রতি উপজেলায় কৃষিজ ভিলেজ লাইভ ষ্টক এর আদলে পাইকারি ডিম, ব্রয়লার মাংসের বাজার স্থাপন করতে হবে। খামারিদের বীমার আওতায় নেওয়া, সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা ও ক্ষতিগ্রস্থদের ভর্তুকি মূল্যে খাদ্য, বাচ্চা ঔষধের ব্যবস্থা করতে হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ বেলাল হোসেন, প্রফুল্ল কুমার রায়, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, তালুকদার মুজাহিদুল ইসলাম মুকুল, গোলাম সরোয়ার পিন্টু, আলমগীর খান, ইলিয়াস চৌধুরী, শেখ রেজানূল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, যুগ্ম মহা-সচিব আলহাজ্ব মোঃ আরিফুর রহমান বাবু, এস.এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, মহিলা সম্পাদক এ্যাড. শাহরিয়া মের্শেদা আহমেদ শম্পা, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, সঞ্চয় ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক হারুণ রশীদ শেখ, নির্বাহী সদস্য শাহ জাফর মাহমুদ মেহেতা, মোঃ সালাউদ্দিন, শ্যামল বিশ্বাস, মোঃ আব্দুল আহাদ, উপদেষ্টা আলহাজ্ব শেখ নূরুল ইসলাম, শেখ হেমায়েত উদ্দিন, মোল আল-মামুন, আফ্রিদুল ইসলাম বাবু, মোঃ আনোয়ার হোসেন, জাহিদ হাবিব, সরদার মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম চেীধুরী ও শেখ আইনুল হক প্রমুখ।


