জাতীয় সংবাদ

অনুমতি না নিয়েই ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবস্থা নেবে সরকার

প্রবাহ রিপোর্ট : কোম্পানিগুলোর একতরফা সিদ্ধান্তে বাজার থেকে বাড়তি দামে ভোজ্যতেল কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তা। তবে এ সিদ্ধান্ত অনুমোদনহীন ও অন্যায় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভোজ্যতেল ব্যবসায়ীদের তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়নি। আমি আধা ঘণ্টা আগে এই তথ্য জেনেছি। দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে সম্প্রতি আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়িয়েছে। অথচ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, কোম্পানিগুলো তেলের দাম বৃদ্ধির আবেদন করলেও তাতে সাড়া দেয়নি সরকার। এমন পরিস্থিতিতে আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে তেল কোম্পানিগুলোকে ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়।
এসব অনুমোদনহীন দাম বৃদ্ধির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তা অধিকার কর্মীরাও। একই অনুষ্ঠানে ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানো হলে সেটা অন্যায়। এক্ষেত্রে আইনের ব্যতয় ঘটেছে। সরকার নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং আরও বাড়ানো উচিত।
উল্লেখ্য, গত অক্টোবরেও সরকারের অনুমতি ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছিল কোম্পানিগুলো। তখন সরকার জানায়, এভাবে দাম বাড়ানোর সুযোগ নেই। এক পর্যায়ে সিদ্ধান্ত থেকে সরে আসেন ব্যবসায়ীরা। এবারও অনুরূপ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের বক্তব্য ইঙ্গিত পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button