স্থানীয় সংবাদ
দৌলতপুর থানা বিএনপি নেতা তোতনের বহিস্কার আদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টারঃ দৌলতপুর থানা বিএনপি নেতা সাজ্জাদ হোসেন তোতনের বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি দীর্ঘ দিন যাবৎ সুনামের সাথে দলীয় কর্মকান্ড পরিচালনা করে আসছেন। রাজনৈতিক জীবনে তিনি সদালপি ও মিশুক। ছোট বড় সবার সাথে তিনি দেখা মাত্র সালাম বিনিময় করছে। ইতোপূর্বে সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য নগর বিএনপির সাবেক সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৩ ডিসেম্বর তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

