আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৪

প্রবাহ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত বৃহস্পতিবার আবারও প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়েছে। এই হামলায় চারজন নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। মহাসাগরে মাদক পাচারকারীদের নৌযান সন্দেহে সেগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের হামলায় এখন পর্যন্ত ৮৭ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত সেপ্টেম্বরের গোড়ার দিকে মার্কিন বাহিনী একটি জাহাজের ধ্বংসাবশেষকে লক্ষ্য করে ফের হামলা চালায়। ওই জাহাজে প্রথম হামলায় বেঁচে যাওয়া দুই ব্যক্তি দ্বিতীয়বারের হামলায় নিহত হয়। যার ফলে, জীবিত ব্যক্তিকে হত্যা করার ঘটনায় প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। গত বৃহস্পতিবার ওই ঘটনার ফুটেজ দেখেছেন এমন একজন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট আইনপ্রণেতা বলেছেন যে, মার্কিন বাহিনী ‘জাহাজডুবি থেকে বেঁচে যাওয়া নাবিকদের’ ওপর হামলা চালিয়েছে। অনেকেই এটিকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন। মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, সর্বশেষ হামলাটি ‘আন্তর্জাতিক জলসীমায় একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠনের পরিচালিত নৌযানকে লক্ষ্য করে চালানো হয়েছে। গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে নৌযানটি অবৈধ মাদক বহন করছিল এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলাচল করছিল।’ওই পোস্টে আরো বলা হয়, ‘নৌযানটিতে থাকা চার পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত হয়।’একটি ভিডিওতে দেখা যায়, মাল্টি-ইঞ্জিনযুক্ত একটি নৌযান দ্রুতগতিতে যাচ্ছিল এবং পরে বিস্ফোরণের ফলে সেটি পুড়ে যায়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button