মণিরামপুরে মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে লাশ উত্তোলন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ মণিরামপুরে মৃত্যুর আড়াই মাস পর মজিদ দফাদার (৭০)-এর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে ১৬নং নেহালপুর ইউনিয়নের খাকুন্দি কবরস্থান থেকে আদালতের নির্দেশে এ উত্তোলন কার্যক্রম সম্পন্ন হয়।
মজিদ দফাদার গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুর পর তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন দেখা যায়, যা নিয়ে স্বজনদের মধ্যে সন্দেহ ও প্রশ্নের সৃষ্টি হয়। পরে মৃত মজিদ-এর জামাই সাত্তার মোল্যা (সাং–খাকুন্দি, মনোহরপুর, মনিরামপুর) বাদী হয়ে আদালতে মামলা করেন।
মামলা নম্বর সি আর ১১২৪/২৫, তারিখ: ২৯/১০/২০২৫। এরপর মনিরামপুর থানায় ৩০২ ধারায় মামলা রুজু হয় মামলা নং ৪, তারিখ: ০৪/১১/২০২৫। মামলার তদন্তের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন।
লাশ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। তদন্ত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম এবং টু-আইনির দায়িত্বে ছিলেন শাহাজাহান বিশ্বাস। এদিকে স্থানীয়দের মধ্যে গুঞ্জনÍমজিদ দফাদারকে তারই ছেলে হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলতে নারাজ। মৃত মজিদ দফাদার এর ছেলে ১৬ নং নেহালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাব দফাদার। তদন্তকারী কর্মকর্তারা জানান, লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ ও ঘটনার সত্যতা বেরিয়ে আসবে। মজিদ দফাদারের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।


