সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ
প্রবাহ রিপোর্ট : সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন এবং রাজধানীর নিকুঞ্জ এলাকায় নিজ বাসভবনের সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৭ই ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তদন্তের বিষয়ে মহাপরিচালক বলেন, কমিশন কখনও কোনো ব্যক্তির পরিচয় বা সামাজিক অবস্থান দেখে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে না। অনুসন্ধানের ক্ষেত্রে অভিযোগের বস্তুনিষ্ঠতা এবং সত্যতাই কমিশনের কাছে মূল বিবেচ্য বিষয়।
দুদক সূত্রে জানা গেছে, রাজধানীর অভিজাত এলাকা নিকুঞ্জ-১ এর লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে সাবেক রাষ্ট্রপতির একটি তিন তলা বিশিষ্ট বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রয়েছে। রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে ২০২৩ সালের এপ্রিল মাসে তিনি সপরিবারে এই বাড়িতে বসবাস শুরু করেন।
অভিযোগ উঠেছে, এই বাড়ির সৌন্দর্যবর্ধনের জন্য ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। বাড়ির দুই পাশের রাস্তায় জনসাধারণের চলাচলের পথ দখল বা বাধাগ্রস্ত করে নির্মাণ করা হয়েছে নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ। এছাড়া বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া খাল সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ল্যাম্পপোস্ট। ব্যক্তিগত বাসভবনের শোভাবর্ধনে এসব অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, যা এখন দুদকের অনুসন্ধানের আওতায় এসেছে।
