খুলনার ফুলতলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট : ১৯ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ঃ খুলনার ফুলতলায় একাধিক অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১৯ লাখ টাকা জরিমানা,বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় খুলনা জেলার ফুলতলা উপজেলায় অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অভিযোগে একাধিক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই অভিযানে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ১৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক মোঃ আসিফুর রহমান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক আসিফ আলম। এছাড়াও সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ, পরিদর্শক রাজীব কুমার বাইনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অভিযানকে সহায়তা করেন র্যাব-৬ খুলনা, জেলা পুলিশ, আনসার-ভিডিপি এবং অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর একটি টিম। এসময় জরিমানা করা হয় হোসেন ব্রিকস, দক্ষিণ গিলাতলা, শিরোমনি, খুলনা ৪,০০,০০০ টাকা ,বেস্ট ব্রিকস, আলকা ১৪ মাইল, ফুলতলা ২,০০,০০০ টাকা, ভেকু মেশিন দিয়ে কিলন ভেঙে ফেলা হয়েছে, মুচলেকা নেয়া, খানজাহান আলী ব্রিকস, মশিয়ালী, খুলনা ১,০০,০০০ টাকা কাঁচা ইট নষ্ট, সুপার ব্রিকস, আলকা, ফুলতলা ৪,০০,০০০ টাকা কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া ও কাঁচা ইট নষ্ট, ইউনাইটেড ব্রিকস, আলকা ১৪ মাইল, ফুলতলা ৪,০০,০০০ টাকা , নিউ সুপার ব্রিকস-২, দামোদর, ফুলতলা ৪,০০,০০০ টাকা
সর্বমোট জরিমানা: ১৯,০০,০০০ টাকা অভিযান চলাকালে কয়েকটি ইটভাটার কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং প্রচুর কাঁচা ইট নষ্ট করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ দূষণকারী ও আইন লঙ্ঘনকারী ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



