দলমতের ঊর্ধ্বে মানুষের সেবা করেছি, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: রকিবুল ইসলাম বকুল

স্টাফ রিপোর্টার ঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, মানুষের সেবা করতে গিয়ে কখনো দল-মতের পার্থক্য বিবেচনা করেননি। করোনার সময় যখন কেউ দাফন-কাফনে এগোতে সাহস পায়নি, তখন আমরা ঘরে ঘরে অক্সিজেন, খাবার ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দিয়েছি। কে কোন দলের এটা কখনো ভাবিনি। ভবিষ্যতেও খুলনা-৩ আসনকে বৈষম্যহীন ও আধুনিক জনপদে রূপান্তর করতে চাই। বৃহস্পতিবার (১১ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগরীর মহেশ্বরপাশা ১নং ওয়ার্ড সুধী সমাজ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। রকিবুল ইসলাম বকুল বলেন, মানুষের সেবায় খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানায় যা পেরেছি করেছি। আমার রাজনৈতিক জীবনে কেউ বলতে পারবে না যে অন্যায়ের সাথে আপস করেছি, চাঁদাবাজি করেছি বা অবৈধভাবে সম্পদ অর্জন করেছি। টাকার অভাবে কেউ চিকিৎসা বা পড়াশোনা থেকে বঞ্চিত হোক এটা কখনো মেনে নিইনি। তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা হলো নতুন বাংলাদেশ গড়ার মুক্তির সনদ। শেখ হাসিনা সরকারের পতনের দুই বছর আগেই তিনি এই রূপরেখা দেন। আমরা বিভেদের রাজনীতি চাই না; ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ, মানবিক ও আধুনিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। খুলনা-৩ আসনের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে বকুল বলেন,শিল্পনগরী খুলনায় আজ হাহাকার। একের পর এক ২৬টি জুট মিল ও কলকারখানা বন্ধ হয়ে গেছে। হাজারো শ্রমিক বেকার। ব্যবসায়ীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। নির্বাচিত হলে বন্ধ মিল–কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। ১০ লক্ষাধিক মানুষের এই অঞ্চলে একটি আধুনিক হাসপাতাল নেই এখানে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।” তিনি আরও বলেন,একটি মহিলা ক্যাডেট কলেজ স্থাপন করা হবে। চরেরহাটের মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হবে।বয়োজ্যেষ্ঠ নাগরিক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ এবং ইভটিজিংমুক্ত সমাজ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শরিফুল ইসলাম, সাবেক প্রো–ভিসি, কুয়েট;শেখ আসলাম, নির্বাহী পরিচালক, এ্যাডামস;মুক্তিযোদ্ধা আলহাজ্ব চান মিয়া হাওলাদার,জিয়াউল ইসলাম মিঠু,শ্যামল কুমার দাস,সাবেক মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক,আলহাজ্ব ডা. কাজী নেছার উদ্দিন আহমেদ মন্টু;আলহাজ্ব মোহাম্মদ সোবহান শরীফ;অধ্যাপক সাধন চন্দ্র রুদ্র, সাবেক কন্ট্রোলার, যশোর বোর্ড; আলহাজ্ব মো. সিরাজ মোল্লা, বিশিষ্ট পাট ব্যবসায়ী,আলহাজ্ব সৈয়দ কামরুল ইসলাম,ইঞ্জিনিয়ার শেখ শাহির হোসেন জামু,মো. সেলিম রেজা, বিশিষ্ট পাট ব্যবসায়ী,অধ্যাপক শফিকুল আলম মুন্সী।সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ ফজলুর রহমান শরীফ, সাবেক সভাপতি বিজেএ। সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক জাতীয় ফুটবলার আলহাজ্ব কাজী নাসিবুল হাসান সান্নু। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


