সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীতে বই পাঠ প্রতিযোগিতা ও রবীন্দ্র, নজরুল জয়ন্তী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ ফুলবাড়ী গেট কুয়েট রোডে, সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীতে বই পাঠ প্রতিযোগিতা ও রবীন্দ্র, নজরুল জয়ন্তী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। ফুলবাড়ি গেট কুয়েট রোডে মধুবন সুপার মার্কেটের দোতালায় লাইব্রেরিতে কৃষ্ণমোহন সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ফুলবাড়ী গেট ইউসুফ স্কুল সহ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বইপাঠ প্রতিযোগিতা ও রবীন্দ্র ,নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়।সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা,লেখক,সমাজসেবক এবং শিক্ষাবিদ সৈয়দ আশরাফ আলীর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ নওশের আলী মোড়ল। বিশেষ অতিথি ছিলেন কবি খান মোঃ আকসির উদ্দিন, কৃষ্ণমোহন স্কুলের সহকারি প্রধান শিক্ষক দাউদ অর রশিদ শাওন , ইউসেপ স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ ওয়াহেদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, মোঃ এনায়েত হোসেন , মোঃ আমিনুর রহমান, মোঃ জুবায়ের রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


