স্থানীয় সংবাদ

যশোর বাইসাইকেল থেকে পড়ে একজন নিহত

যশোর ব্যুরো ঃ যশোরের বাঘারপাড়া উপজেলায় চলন্ত অবস্থায় বাইসাইকেল থেকে পড়ে বাসুদেব বিশ্বাস (৬৫) নামে এক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১) ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার ব্রিজঘাট (পশ্চিম) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বাসুদেব বিশ্বাস খাজুরা বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে খাজুরা কালিগঞ্জ সড়কের ব্রিজঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাসুদেব বিশ্বাস যশোর কোতোয়ালি থানার আজমতপুর (লেবুতলা ইউনিয়ন) এলাকার মৃত রণজিৎ বিশ্বাসের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাথাব্যথা ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। বাঘারপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button