দিঘলিয়ায় ঢেউটিন কেলেংকারীর পর অভিযোগ উঠেছে সরকারি ধানবীজ ও সার কেলেংকারীর

# নিরপেক্ষ তদন্তের দাবী প্রশাসনের প্রতি জনমানুষের #
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়ায় সরকারি ঢেউটিন বিতরণে অনিয়ম ও দুর্ণীতির পাশাপাশি কৃষকদের মাঝে প্রণোদনা স্বরূপ বিনামূল্যে বিতরণের জন্য প্রদেয় সার ও বীজ দুর্ণীতি ও আতœসাতের অভিযোগ উঠেছে। অতি সম্প্রতি দিঘলিয়া প্রশাসন অভিযোগ পেয়ে কোলা বাজারে গিয়ে বিএডিসির সরকারি সার উদ্ধার করেছে। ডিলারের লাইসেন্স বাতিলের নির্দেশনা দিয়েছেন। নানা অনিয়মের জন্য দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন দিঘলিয়া প্রশাসন। এ সকল নিউজ খুলনা স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে এমনকি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মানুষের মুখে মুখে আলোচনা হচ্ছে।
এদিকে বিভিন্ন পত্রিকায় এ বিষয়গুলো নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নড়ে চড়ে বসেছে। ইতোমধ্যে ঢেউটিন কেলেংকারী ও ধানবীজ কেলেংকারী নিয়ে তদন্তকাজ শুরু হয়েছে। এদিকে সারবীজ ও ঢেউটিন নিয়ে দৈনিক প্রবাহে সংবাদ প্রকাশের পর দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ডিলার ও সারবীজের দোকানে সরকারি প্রণোদনার সার বীজ চড়া দামে বিক্রি হচ্ছে মর্মে সংবাদ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর নজরদারী দাবী করছেন এলাকাবাসী।
দিঘলিয়া কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ এ প্রতিবেদককে বলেন, আমরা প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী সার ও বীজ দিয়েছে। অন্যের পাওয়ার কোন সুযোগ নেই। অনেক জায়গায় বীজ ও সার তুলে ইউনিয়নে নিয়ে কৃষকদের মাঝে বিতরণ করার কথা বললেও স্থানীয় প্রভাবে প্রভাবিত হয়ে নানা অনিয়ম ঘটিয়েছে। তদন্ত সাপেক্ষে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এ প্রতিবেদককে বলেন, সব কিছু তদন্ত করে দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

