আন্তর্জাতিক

হাইপারসনিক মিসাইল দিয়ে ইউক্রেনে রাতভর ব্যাপক হামলা রাশিয়ার

প্রবাহ ডেস্ক : ইউক্রেনের সামরিক-শিল্প ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। মস্কো বলছে, এসব হামলায় ‘কিনঝাল’ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে। গতকাল শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার বেসামরিক স্থাপনাগুলোতে ইউক্রেনের পূর্বের হামলার জবাবে এসব পাল্টা হামলা চালানো হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ান ভূখ-ে বেসামরিক স্থাপনাগুলোতে সন্ত্রাসী হামলার জবাবে, সশস্ত্র বাহিনী রাতারাতি স্থলভিত্তিক ও সমুদ্রে নির্ভুল অস্ত্র কিনঝাল এবং দূরপাল্লার মনুষ্যবিহীন বিমানবাহী যান ব্যবহার করে ইউক্রেনের সামরিক-শিল্প খাত এবং তাদের জ্বালানি স্থাপনাগুলোতে বিশাল হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য অর্জন করা হয়েছে। সমস্ত নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।’ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সমস্ত ফ্রন্টলাইন এলাকায় রাশিয়ান বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় ১ হাজার ৩৫৫ জন সৈন্যকে হারিয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button