জাতীয় সংবাদ
বছরের প্রথম দিন নতুন বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: উপদেষ্টা

প্রবাহ রিপোর্ট : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সব বই আমরা হাতে পেয়েছি, প্রত্যেক জেলাতেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারির প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।গতকাল শনিবার সকালে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) হল রুমে আয়োজিত উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই ইন্সট্রাক্টর ও নেপ-এর সহকারী বিশেষজ্ঞদের ২০২৫ সালের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। তারা যথাসময়েই এই সুবিধা পাবে।অনুষ্ঠানে নেপ-এর মহাপরিচালক ফরিদ আহমদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।



