ওসমান হাদি আশঙ্কামুক্ত নন: ইনকিলাব মঞ্চ

প্রবাহ রিপোর্ট : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এখনও আশঙ্কামুক্ত নন। তার অবস্থা অপরিবর্তিত। ৪৮ ঘণ্টার আগে তার শারীরিক পরিস্থিতি নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা। গতকাল শনিবার সকালে এমনটি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের আবেদনে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে। গত শুক্রবার গুলি করার পর আহত হাদিকে রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুলি তার মাথায় লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবরের আবেদনে রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, হাদিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা তার প্রাথমিক অস্ত্রোপচার করেন। পরে অ্যাম্বুলেন্সে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।



