নির্বাচনের মাধ্যমে একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠা না করে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হ্যা-তে ভোট দিন : ড. বদিউল আলম

স্টাফ রিপোর্টারঃ সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ও নির্বাচন সংস্কার কমিশনের সাবেক প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনের মাধ্যমে একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠা না করে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে হ্যা-তে ভোট দিন। তা না হলে ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানী করা হবে। হ্যা হেরে গেলে আবারো ফ্যাসিস্ট ফিরে আসার পথ সুগম হবে। তারা ফিরে আসলে আবারো গণতন্ত্র হুমকির মুখে পড়বে। গণতন্ত্র উত্তরণের জন্য হ্যা ভোটের ে বিকল্প নেই। সুজনের উদ্যোগে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী যশোর আরআরএফ ট্রেনিং সেন্টারে নাগরিক সম্পৃক্ততা, গণতান্ত্রিক সংস্কার এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভোটার সচেতনতা ও নির্বাচনী প্রক্রিয়া বিষয়ক নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রশিক্ষণে খুলনাসহ ১০/১২টি জেলার সুজন সদস্যরা অংশ নেন। তারা আগামী সংসদ নির্বাচন অন্যান্য সংস্থার মত নয় ভিন্নভাবে নির্ধারিত আসন পর্যবেক্ষণ করবে। তারা খুলনা ২ নং আসনসহ দেশের ৬৪টি আসন পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের আগে তারা প্রার্থীদের মুখোমুখি ও ডায়ালগ মিটিং করবে। ৩৩ বছর পথচলা এ সুজন সর্বদা সত্যের জন্য লড়াই করেছে। কখনও হার মানেনি। রাষ্ট্র কাঠামো সংস্কার ও ৭২ সংবিধান সংস্কার করা না গেলে ফ্যাসিবাদ আবারো জনগণের ঘাড়ে চেপে বসতে পারে। তিনি বলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনে ৪২ হাজার অধিক ভোট কেন্দ্রে ভোট হয়। তার মধ্যে ২৪২টি কেন্দ্রে শতভাগ ভোট কাস্ট দেখানো হয়। ১১৭৭টি কেন্দ্রে বিএনপি শূন্য ভোট পায়্। যা জাতীর জন্য একটি কলংক ইতিহাস রচনা করে নির্বাচন কমিশন। এবার যাতে না করতে পারে এজন্য দেশের স্বার্থে সুজন বন্ধুদের ওয়াচ ডগের ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষক হিসেবে ছিলেন সুজনের রিসার্চ ফেলে ইকরাম হোসেন, তুহিন আফসারী, সুমন।


