স্থানীয় সংবাদ

খুলনায় পাঁচদিনব্যাপী ইসলামি বইমেলা শুরু

স্টাফ রিপোর্টার : খুলনা লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে আদ-দ্বীন শপের আয়োজনে ৫ দিন ব্যাপী ইসলামী বইমেলা খুলনা-২০২৫ শুরু হয়েছে। মেলা চলবে ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। সোমবার(১৫ ডিসেম্বর) বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামি বই মেলা জ্ঞানচর্চা ও নৈতিকতা গঠনের একটি মহতী উদ্যোগ। ইসলাম জ্ঞানার্জনকে ফরজ করেছে, আর বই সেই জ্ঞানের প্রধান মাধ্যম। বর্তমান প্রজন্মকে সঠিক পথ দেখাতে কুরআন, হাদিস ও ইসলামি আদর্শভিত্তিক বইয়ের ভূমিকা অপরিসীম। এই মেলার মাধ্যমে পাঠক সমাজ সত্য ও কল্যাণের পথে এগিয়ে যাবে। মেলায় মোট ৪০ টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে ৩৮ টি বইয়ের স্টল ও দুটি খাবারের স্টল। দেশের খ্যাতনামা পাবলিকেশন্স এতে অংশগ্রহণ করেছে। স্টলগুলোতে কুরআন, হাদিস, সিরাহ, ইসলামি জীবন বিধানের নানান ধরনের বইয়ের সমন্বয়ে স্টলগুলো সাজানো হয়েছে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় নবজাতক মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার, মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা, ফুড ও কর্নারের ব্যবস্থা রয়েছে। মেলায় আগত দর্শণার্থীদের জন্য প্রতিদিন বিকেল থেকে খ্যাতনামা কারীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীতের আয়োজন রয়েছে। মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মুহা. মাহমুদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামিআ ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম, খুলনার মুহতামীম মাওলানা মুশতাক আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনুষদের প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক, জামিয়া ইমদাদুল উলুম রশিদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি গোলামুর রহমান, মাদানী নগর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুজাফফার হুসাইন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক, জামিআ ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম, খুলনার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দিন কাসেমী, তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদ্রাসা খুলনার অধ্যক্ষ নাজমুস সৌদ, জামিআ ইসলামিয়া মারকাযুল উলুম খুলনার নায়েবে মুহতামীম মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, জামিআ ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম, খুলনার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হুমায়ুন কবির, আন-নাহল একাডেমি, খুলনার প্রিন্সিপাল ড. আবুল কালাম আজাদ,তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদ্রাসা, খুলনার প্রধান মুফতি মুফতি আব্দুল মজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতীব মুফতি আব্দুল কুদ্দুস, দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, খুলনার সিনিয়র মুহাদ্দিস, মাওলানা মনিরুজ্জামান, খাদেমুল ইসলাম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী সাঈদ হুসাইন, কুয়েট সেন্ট্রাল মসজিদের ইমাম, মুফতি জুবায়ের হাসান, সরকারি বি এল কলেজ মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহমুদুল হাসান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button