সুন্দরবনের নিরাপত্তায় বনরক্ষীদের দুরবস্থা অবহেলা করা যাবে না

সুন্দরবন শুধু দেশের নয়, বিশে^র একটি অনন্য প্রাকৃতিক সম্পদ। এই বৃহৎ জীববৈচিত্র্য রক্ষার দায়িত্বে নিয়োজিত বনরক্ষীরাই যদি নিরাপত্তাহীনতায় থাকেন, তবে বনটির দীর্ঘমেয়াদি সুরক্ষা কীভাবে নিশ্চিত হবে-প্রশ্নটি এখন আরও বেশি জরুরি হয়ে উঠেছে। পত্রপত্রিকা থেকে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সুন্দরবনের বিভিন্ন টহল ফাঁড়ি ও স্টেশনে কর্মরত বনরক্ষীরা ধারাবাহিকভাবে সশস্ত্র জলদস্যু, শিকারি চক্র, প্রভাবশালী ব্যক্তি এবং এমনকি কিছু কথিত সাংবাদিকের হুমকি-ধমকি ও হামলার মুখে পড়ছেন। দায়িত্ব পালন করতে গিয়ে তাদের জীবন ঝুঁকির মুখে-এ পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সীমান্তবর্তী তালপট্টি এলাকায় বনরক্ষীদের নৌকা ঘিরে ধরে জলদস্যুেদর হুমকি দেওয়া শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়; বিভিন্ন স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা একই রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কারও ক্ষেত্রে আটক জেলেদের ছেড়ে দিতে চাপ সৃষ্টি করা হয়েছে, কারও ক্ষেত্রে মামলা লঘু করার জন্য হুমকিও এসেছে। আবার কেউ কেউ রাজনৈতিক ছত্রছায়ায় থাকা দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছেন। কোথাও শিকারি চক্রের বিরুদ্ধে অভিযান চালালে তাদের বাড়িতে হামলা, কোথাও নৌকা ছিনতাই-এ তালিকা দিন দিনই দীর্ঘ হচ্ছে। এর চেয়েও উদ্বেগজনক হলো, পূর্বের একটি হামলায় অস্ত্র লুট হওয়ায় হলদেবুনিয়া টহল ফাঁড়ির বনরক্ষীদের এখন অস্ত্র সরবরাহ করা হয় না। যেখানে সশস্ত্র দস্যুরা সক্রিয়, সেখানে নিরস্ত্র বনরক্ষীদের টহলে পাঠানো মানেই তাদের জীবনকে বিপন্ন অবস্থায় ঠেলে দেওয়া। জনবলসংকট, আধুনিক সরঞ্জামের অভাব, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা-সব মিলিয়ে বনরক্ষীরা কার্যত অসহায় হয়ে পড়েছেন। সাম্প্রতিক আরেকটি অস্বস্তিকর প্রবণতা হলো সাংবাদিক পরিচয় ব্যবহার করে বন বিভাগের ওপর চাপ প্রয়োগের অভিযোগ। বনজীবীদের কল রেকর্ডে পাওয়া ভয়ভীতি প্রদর্শন, অভয়ারণ্যে নৌকা পাঠানোর অনৈতিক আবদার, নেতিবাচক সংবাদ প্রকাশের হুমকি-এসব আচরণ সাংবাদিকতার নীতিবোধের পরিপন্থী। এ ধরনের কর্মকা- সত্যিকারের সাংবাদিকতা নয়; বরং দুর্বৃত্তপনা। এ ঘটনায় বন বিভাগ সাধারণ ডায়েরি করায় যে বিষয়টি প্রকাশ্যে এসেছে-তা দায়িত্বশীল অংশীদারদের জন্য সতর্কবার্তা হওয়া উচিত। সুন্দরবন রক্ষা করতে হলে প্রথমেই বনরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। টহল দলকে আধুনিক অস্ত্র-সরঞ্জামে সজ্জিত করা, পর্যাপ্ত জনবল নিয়োগ, নৌ-যোগাযোগ বৃদ্ধি, এবং জলদস্যু দমনে সমন্বিত আইনশৃঙ্খলা অভিযান পরিচালনা জরুরি। একই সঙ্গে সাংবাদিক পরিচয়ে অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগের সুষ্ঠু তদন্ত প্রয়োজন, যাতে প্রকৃত সাংবাদিক ও পেশার মর্যাদা অক্ষুণ্ণ থাকে। সুন্দরবন দেশকে যেমন জলবায়ু-রক্ষা দেয়াল হিসেবে রক্ষা করে, তেমনি হাজারো প্রাণী-উদ্ভিদের আবাসস্থল। এমন এক গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা করতে হলে দায়িত্ব পালনকারী বনরক্ষীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। নিরাপত্তাহীন বনরক্ষী-এ মানেই নিরাপত্তাহীন সুন্দরবন। এখনই সময় পরিস্থিতি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার।
