জাতীয় সংবাদ

ওসমান হাদি হত্যাকা-ের সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসঙ্ঘ মহাসচিবেরর

প্রবাহ রিপোর্ট : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকা-ের নিন্দা জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসাথে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। গত শুক্রবারনিউইয়র্কে জাতিসঙ্ঘের সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান। ব্রিফিংয়ে দুজারিক বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আমি বলতে পারি যে মহাসচিব যুব আন্দোলনের নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যার নিন্দা জানিয়েছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদ- অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য আহ্বান জানিয়েছেন। দুজারিক আরো বলেন, মহাসচিব দেশের নির্বাচন সামনে রেখে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া উত্তেজনা কমাতে এবং সহিংসতা এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানান, যেন একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় থাকে। এর আগে ওসমান হাদি হত্যাকা-ের পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি এক বিবৃতিতে বলেন, হাদির হামলার দ্রুত, নিরপেক্ষ, গভীর ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য আমি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে এ ঘটনায় জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহির আওতায় আনতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button