স্থানীয় সংবাদ

মহানগর বিএনপি আনন্দ মিছিল ২২ ডিসেম্বর : থানায় থানায় ২৩ ডিসেম্বর

# বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন #

স্টাফ রিপোর্টার ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আনন্দ মিছিল করবে আগামী ২২ ডিসেম্বর সোমবার। এছাড়া মহানগরীর ৫ থানায় পৃথক পৃথক আনন্দ মিছিল করবে ২৩ ডিসেম্বর।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগর বিএনপির প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কর্মসূচি সফল করার লক্ষ্যে খুলনা মহানগর বিএনপি দ্বিতীয় দিনের মত প্রস্তুতি সভা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর বিএনপি’র আয়োজনে এ যৌথ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন। সভাপতির বক্তব্যে তুহিন বলেন, আগামী ২৫ ডিসেম্বর দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক ও আনন্দঘন দিন। দীর্ঘ সময় পর তাঁর দেশে ফেরা জনগণের আন্দোলনে নতুন প্রত্যাশা ও শক্তি সঞ্চার করবে। বিএনপি আজ ঐক্যবদ্ধ। রাজপথেই প্রমাণ হবে জনগণ কার পক্ষে আছে। তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, থানা সভাপতি হাফিজুর রহমান মনি, কে এম হুমায়ুন কবির, এম মুরশিদ কামাল, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, কাজী মিজানুর রহমান মিজান, থানা সাধারণ সম্পাদক ইমাম হোসেন, মোল্লা ফরিদ আহম্মেদ, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, মজিবুর রহমান, মিজানুর রহমান মিলটন, আখতারুজ্জামান সজিব তালুকদার, আবু সাঈদ শেখ, মো: আবু নঈম কাজী, মোঃ শফিকুল রহমান, এ্যাড. হালিমা আক্তার খানম, শেখ আদনান ইসলাম, হাফেজ মোঃ আল-আমিন, রকিবুল ইসলাম মতি, মতলেবুর রহমান মিতুল, মোঃ নুরুজ্জামান, হাসনা হেনা, নাসরিন হক শ্রাবণী, সুলতানা পারভিন রজনী, রোকেয়া ফারুক, জেসমিন আক্তার, নার্গিস আক্তার বৃষ্টি প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৫ শে ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অভিনন্দন জানিয়ে ২২ শে ডিসেম্বর বিকাল তিনটায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া ২৩ শে ডিসেম্বর নগরীর সব থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের স্ব স্ব ব্যানারের আনন্দ মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button