শহীদদের ত্যাগ জাতির জন্য চির স্মরণীয় হয়ে থাকবেছ।

# দোয়া মাহফিলে মাস্টার শফিকুল আলম #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার উদ্যোগে আজ ২০ ডিসেম্বর, শনিবার নগর কার্যালয়ে শহীদ উসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ শহীদ উসমান হাদীর আত্মত্যাগের কথা গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহীদদের ত্যাগ জাতির জন্য চির স্মরণীয় হয়ে থাকবে। মোনাজাতে আল্লাহ তায়ালার দরবারে শহীদ উসমান হাদীসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাদের পরিবার-পরিজনের প্রতি ধৈর্য ধারণও সান্তনা কামনা করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী সভাপতি মোঃ আরাফাত হোসেন মিলন, খুলনা মহানগরী সহকারি সেক্রেটারিদ্বয় এডভোকেট মুহাম্মদ শাহআলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, কর্মপরিষদ সদস্য মুকাররম বিল্লাহ আনসারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, সামাজিক নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।


