ঢাবির দুই হলের নাম পরিবর্তনের দাবিতে ভিসি কার্যালয় ঘেরাও

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকা বিশ^বিদ্যালয়ের দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন ডাকসুর নেতাসহ সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ। একই সঙ্গে জুলাইয়ের গণহত্যায় সমর্থন দেওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বদলে ‘বীর প্রতীক সেতারা বেগম’ রাখা হোক। তাঁদের মতে, বর্তমান নাম দুটি পরিবর্তন করা সময়ের দাবি। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে ডাকসু ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতা এবং আবাসিক শিক্ষার্থীরা ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা নানা স্লোগান দেন এবং উপাচার্যের কার্যালয়ের সামনে ঘেরাও কর্মসূচি পালন করেন। ঘেরাও চলাকালে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের বলেন, “আমরা ইতিহাস থেকে দেখেছি, হাসিনার চেয়েও বড় স্বৈরাচার ছিলেন তাঁর পিতা মুজিবুর রহমান। হাসিনার বিদায়ের পর সেই স্বৈরাচারের কোনো চিহ্ন ঢাকা বিশ^বিদ্যালয়ে রাখা হবে না।” তিনি আরও বলেন, জুলাইয়ে যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী গণহত্যায় সমর্থন দিয়েছেন, তাঁদেরও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের ভাষ্য, বিশ^বিদ্যালয়ের আবাসিক হলগুলোর নাম দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। সে লক্ষ্যেই তারা এই দাবি জানাচ্ছেন। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান অংশগ্রহণকারীরা। এ বিষয়ে বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



