জাতীয় সংবাদ

ভারতের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই হত্যার শিকার হয়েছেন : জামায়াত

প্রবাহ রিপোর্টঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই পরিকল্পিত হত্যার শিকার হয়েছেন। সেই ধারাবাহিকতায় ওসমান হাদির পরিণতিও এমন হলো। অকালে ঝরে গেলেন একজন বিপ্লবী কণ্ঠ। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাগফিরাত কামানায় উপজেলা জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আমরা একজন দেশপ্রেমিক ও সময়ের বীর সন্তানকে হারালাম। যাদের আত্মত্যাগ ও অবদানের কারণে আজ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। দেশ আজ গণতন্ত্রের অগ্রযাত্রায় কয়েক ধাপ এগিয়ে গেছে। আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ও বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রতির দেশ হবে বাংলাদেশ।সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আজ যারা উপদেষ্টা হিসাবে রাষ্ট্রীয় দায়িত্বে বসে আছেন তারা হাদির মতো মানুষদের আন্দোলনের কারণেই সেখানে পৌঁছেছেন। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক মাওলানা আব্দুর বারীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম, পৌর জামায়াতের আমীর আব্দুল করিম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button