স্থানীয় সংবাদ

আদর্শ ও কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদের সর্বোচ্চ ত্যাগ করতে হবে – আব্দুল আউয়াল

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন,বিজয়ের ৫৪ বছর পরে এসেও আমরা এখনো পরাধীনতার শেকলে আবদ্ধ হয়ে আছি। মানুষ আজ বাকরুদ্ধ,দেশের মানুষ আজ আতংকিত। পতিত স্বৈরাচার এবং নব্য চাঁদাবাজ দেশকে অস্থিতিশীল করে তুলছে। তিনি বলেন,দেশকে এই অস্থিতিশীল অবস্থা থেকে পরিত্রাণের জন্য আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের সকল কর্মীকে সর্বোচ্চ ত্যাগের দৃষ্ঠান্ত স্থাপন করতে হবে। তিনি আরও বলেন,ইসলামী আন্দোলনের কর্মীদের সামনে সুযোগ এসেছে আগামীতে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার। এই সুযোগকে কোন ভাবেই হাতছাড়া করা যাবে না। গতকাল শনিবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার কর্মী সভায় প্রধান অতিথির আলোচনায় হাফেজ মাওলানা আব্দুল আউয়াল আরও বলেন বাংলাদেশের প্রচলিত ভ্রান্ত রাজনীতির অবসান ঘটিয়ে রাসূল সাঃ এর আদর্শে দেশকে একটি কল্যান রাষ্ট্রে প্রতিষ্ঠার লক্ষ্যে পীর সাহেব চরমোনাইর হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে খুলনা-৩ আসনকে হাতপাখার দূর্গ হিসেবে গড়ে তুলতে হবে।আর এর জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠপর্যায়ের কাজকে আরও বেগবান করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম এর সভাপতিত্বে এবং থানা জয়েন্ট সেক্রেটারী ও ইসলামী যুব আন্দোলনের থানা সভাপতি মুহাঃ নাজিম হাওলাদার নাঈম এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় আরও বক্তব্য রাখেন আন্দোলনের থানা সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ জামাল হোসেন বিশ্বাস,সেক্রেটারী মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, ৬নং যোগিপোল ইউনিয়ন শাখার সভাপতি মুফতি জসিম বিন আফতাব,কেসিসি ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা হারুন অর রশীদ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন থানা শাখার উপদেষ্টা মোঃ আব্দুর রহিম হাওলাদার,থানা আন্দোলনের নেতা মোঃ দেলোয়ার হোসেন,মোঃ এস্কেন্দার আলী,মাওলানা আব্দুল আজিজ,ক্বারী মোহিদুল ইসলাম,হাফেজ রফিকুল ইসলাম,মুফতি জসিম উদ্দিন,মোঃ কাবিল হোসেন,মোঃ আরমান হোসেন,মোঃ হেদায়েত উল্লাহ,মোঃ সেলিম রেজা,মোঃ মনিরুল ইসলাম মনি,মাওলানা রাশেদুল ইসলাম,মোঃ সাকিব হোসেন,মোঃ কামরুল হুদা চৌধুরী,মোঃ আব্দুল হালিম,থানা শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ ওহিদুল ফকির,সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন সুজন,থানা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাতাব ইবনে রফিক,যুব নেতা,সাইফুল ইসলাম বাপ্পি,থানা ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ শাহজালাল,মোঃ আবু বকর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button