স্থানীয় সংবাদ

টিটিসি খুলনায় লেইস প্রকল্পের আওতায় নবীন শিক্ষকদের ৫৬ দিনের প্রশিক্ষণ শুরু

# শিক্ষার গুনগত উত্তরণে এক দৃঢ পদক্ষেপ

খবর বিজ্ঞপ্তি ঃ লেইস প্রকল্পের প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নবীন শিক্ষকদের জন্য ৫৬ দিনব্যাপী বেসিক প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচ ২০ ডিসেম্বর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) খুলনায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখানে খুলনা অঞ্চলের পাঁচটি জেলা (খুলনা, পিরোজপুর, নরাইল, বাগেরহাট ও সাতক্ষীরা) থেকে মাধ্যমিক পর্যায়ের সরকারি, এমপিও ভুক্ত এবং মাদ্রাসার নবীন শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। লেইস প্রকল্প মূলত বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন একটি বৃহৎ সংস্কারমুখী উদ্যোগ, যা বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। কোভিড-১৯ পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শেখার ঘাটতি, শিখন বৈষম্য এবং শ্রেণিকক্ষে কার্যকর শিক্ষণ ঘাটতির যে চিত্র স্পষ্ট হয়ে উঠেছে, লেইস প্রকল্প তারই প্রেক্ষাপটে পরিকল্পিত। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শেখার ক্ষতি পুষিয়ে নেওয়া, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, শিক্ষকদের পেশাগত দক্ষতা ও শিক্ষণ সক্ষমতা শক্তিশালী করা। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনায় আয়োজিত লেইস ট্রেনিং কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (উন্নয়ন) মো. আলতাফ হোসেনও অনলাইনে যোগদান করে বক্তব্য দেন। প্রধান অতিথি বলেন, “শিক্ষা সংস্কারের যেকোনো উদ্যোগের সফলতা নির্ভর করে শিক্ষকের মানসিক প্রস্তুতি ও পেশাগত দক্ষতার ওপর। নবীন শিক্ষকদের জন্য এই দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থার জন্য একটি বিনিয়োগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেইস প্রকল্পের পরিচালক, অধ্যাপক শিপন কুমার দাস। তিনি প্রশিক্ষণের লক্ষ্য, কাঠামো ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরে বলেন, এই প্রশিক্ষণ যেন কেবল সনদ অর্জনের বিষয় না হয়ে ওঠে বরং এটি নবীন শিক্ষকদের পেশাগত পরিচয়ের ভিত্তি হিসেবে কাজ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনার অধ্যক্ষ অধ্যাপক মো. তৌফিক আহমেদ। তার বক্তব্যে খুলনা টিটিসির দীর্ঘ ঐতিহ্য ও অবদানের কথা উঠে আসে। তিনি বলেন, “খুলনা টিটিসি শুধু প্রশিক্ষণ প্রদানকারী একটি প্রতিষ্ঠান নয়, এটি শিক্ষকদের চিন্তায়, মননে ও আচরণে পেশাগত মূল্যবোধ গড়ে তোলার একটি কেন্দ্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহিববুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উক্ত কলেজের শিক্ষা বিষয়ের সহযোগী অধ্যাপক এবং লেইজ প্রকল্পের ফোকাল পয়েন্ট, মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর রহমান বলেন, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষক প্রশিক্ষণে সরকারি টিটিসি, খুলনা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে। প্রশিক্ষণের একাডেমিক কাঠামো, দক্ষ প্রশিক্ষক দল, অনুশীলনভিত্তিক মডিউল এবং মানবিক পরিবেশ সব মিলিয়ে এই প্রতিষ্ঠান শিক্ষক প্রশিক্ষণে একটি মানদ- স্থাপন করেছে। লেইস প্রকল্পের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ আয়োজন সেই সক্ষমতারই প্রতিফলন। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী নবীন শিক্ষকরা আধুনিক শিক্ষণ-পদ্ধতি, শিক্ষার্থী-কেন্দ্রিক পেডাগজি, শিক্ষা মনোবিজ্ঞান, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, ধারাবাহিক ও গঠনমূলক মূল্যায়ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং পেশাগত নৈতিকতা বিষয়ে নিবিড় প্রশিক্ষণ পাবেন। তত্ত্বের পাশাপাশি ব্যবহারিক অনুশীলন, মাইক্রো টিচিং, পাঠ পরিকল্পনা ও প্রতিফলনমূলক আলোচনার মাধ্যমে প্রশিক্ষণটি বাস্তব শ্রেণিকক্ষের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button