যশোরে দু’ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত দুই

যশোর ব্যুরো ঃ যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু’ঘন্টার ব্যবধানে এক স্কুলছাত্র ও এক নারী নিহত হয়েছে। রোববার সকাল ১০টায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলে সদর উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী নাসিমা বেগম (৪০) এবং বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের সোহেল হোসেন মোল্লার পুত্র স্কুলছাত্র রাব্বী হোসেন (১৩)। নিহত নাসিমা বেগমের ভাতিজা মনিরুল ইসলাম মনির জানান,নাসিমা বেগম ও তার শাশুড়ি জোহরা বেগম অসুস্থ থাকায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে যশোর শহরের মুড়লী এলাকায় পৌঁছালে নাসিমা বেগমের গায়ে জড়ানো চাদর ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে গলায় চাদরের ফাঁস লেগে চলন্ত ইজিবাইক থেকে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.মিঠুন দেব দুপুরে তাকে মৃত ঘোষণা করেন। তিন সন্তানের জননী নাসিমা বেগমের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে, বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামে বন্ধুদের সঙ্গে আলমসাধুতে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয় স্কুলছাত্র রাব্বী হোসেন। নিহতের চাচা আবু হুরায়রা জানান,গ্রামের রিয়াজের ভাগ্নে জুবায়ের মামাবাড়িতে বেড়াতে এসে আলমসাধু নিয়ে বের হয়। পরীক্ষা শেষ হওয়ায় রাব্বীসহ ৫–৬ জন বন্ধু আলমসাধুতে গ্রামের রাস্তায় ঘুরছিল। একপর্যায়ে আলমসাধুর চাকার নিচে পড়ে গাড়িটি উল্টে গেলে এতে সবাই কমবেশি আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাব্বী হোসেনকে সকাল ১০টা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাব্বী হোসেন জামালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। উদ্বেগ বাড়াচ্ছে সড়ক দুর্ঘটনা স্থানীয়দের মতে, মাত্র দু’ঘন্টার ব্যবধানে দুটি প্রাণহানির ঘটনায় যশোরে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল ও নিরাপত্তা সচেতনতার অভাবের কারণেই সড়ক দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে।



