স্থানীয় সংবাদ

অবশেষে বাগেরহাটের ৪ টি আসনেই বিএনপির প্রার্থী ঘোষনা : বাদ পড়েছেন আশাবাদি অনেকেই

বাগেরহাট প্রতিনিধি ঃ
অবেশেষে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলার ৪ সংসদীয় আসনেই দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। তবে বাদ পড়েছেন মনোনয়ন প্রত্যাশি অনেকেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে শনিবার বিকেলে এ ঘোষনা দেয়া হয়। যা নিয়ে বাগেরহাট জেলা জুড়ে ব্যাপক প্রচার পেয়েছে। দলীয় ঘোষনা অনুযায়ী প্রার্থীরা হলেন বাগেরহাট জেলা সদর আসন অর্থাৎ -২ আসনে (সদর ও কচুয়া) প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। আর বাগেরহাট-৩ (মোংলা- রামপাল) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম। মনোনয়নপ্রাপ্ত এই দুই নেতা তাদের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এবং ইতোমধ্যে প্রচারনা শুরু করেছেন। ফেসবুক পোস্টে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন। ব্যারিস্টার জাকির হোসেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরো বলেন সোমবার বিকেলে বাগেরহাট খানজাহান আলী (রঃ) মাজার জিয়ারত করে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করবেন। এ বিষয়ে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ কর্মীদের আমন্ত্রন জানানো হয়েছে। এদিকে, ড. শেখ ফরিদুল ইসলাম তার ফেসবুক পোস্টে জানান, বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নীতি-নির্ধারণী নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে দলের ভেতরের সব বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং ধানের শীষের বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। ড. শেখ ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন এবং শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া বাগেরহাট-১ আসনে (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) মথুরা বহুজন সমাজ ঐক্য জোটের সাধারন সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল ও বাগেরহাট-৪ আসনে (মোড়েলগঞ্জ-শরনখোলা) বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মথুরা বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দে। তবে এ ২টি আসনের বিএনপির মনোনয়ন এখনও চুড়ান্ত করা হয়নি বলে এখানে প্রচার করছেন দলীয় নেতা-কর্মীরা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button