সাতক্ষীরা সীমান্ত থেকে আইস মেথ মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২১ কোটি মূল্যের ভারতীয় মূল্যবান আইস মেথ ও উইনকেরেক্স মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে ও রবিবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ব্যাটালিয়ন সদর, বাঁকাল চেঁকপোষ্ট, তলুইগাছা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, ব্যাটালিয়ন সদর এর বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর নামক স্থান হতে শনিবার রাতে ৪ কেজি ২৫০ গ্রাম ওজনের ভারতীয় মূল্যবান মাদক আইস মেথ, ৪০ বোতল উইনকেরেক্স সিরাপ ও একটি মোটর সাইকেল জব্দ করে। যার বাজার মূল্য ২১ কোটি ২৬ লাখ ১৬ হাজার টাকা।
এছাড়া, বাঁকাল চেঁকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর নামক স্থান হতে ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ৫৫ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় আগরবাতি, মাদরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী আমবাগান নামক স্থান হতে ৮৮ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি ও ঔষধ, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার হিজলদী আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মুল্যের ভারতীয় ঔষধ, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল বরইবাগান নামক স্থান হতে ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও ১০ বোতল মদ জব্দ করে। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ২১ কোটি ৩৫ লক্ষ ৭৩ হাজার টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে।



