আন্তর্জাতিক

মস্কোয় গাড়ি বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

প্রবাহ ডেস্ক : রাশিয়ার মস্কোর দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ গাড়ি বিস্ফোরণে রাশিয়ার সেনাবাহিনীর শীর্ষস্থানীয় এক জেনারেল নিহত হয়েছেন। গতকাল সোমবার এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত সংস্থা। খবর এএফপির। নিহত সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ, তিনি রাশিয়ার জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন। রাশিয়ার বড় অপরাধের তদন্তকারী সংস্থা ‘তদন্ত কমিটি’ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই ঘটনাকে একটি পরিকল্পিত ‘হত্যাকা-’ হিসেবে গণ্য করে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। তদন্তের উদ্দেশ্য এই হামলার সঙ্গে ইউক্রেনীয় বিশেষ বাহিনীর কোনো যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার মূল ভূখ- এবং রুশ অধিকৃত অঞ্চলগুলোতে একাধিক সামরিক কর্মকর্তা ও ক্রেমলিনপন্থি প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলার জন্য মস্কো বরাবরই কিয়েভকে দায়ী করে আসছে। জেনারেল ফানিল সারভারভের এই মৃত্যু রাশিয়ায় সাম্প্রতিক সময়ে ঘটা সামরিক কর্মকর্তাদের ওপর হামলার ধারাবাহিকতারই অংশ। এর আগে, চলতি বছরের এপ্রিলে মস্কোর কাছে এক গাড়ি বিস্ফোরণে নিহত হন জেনারেল স্টাফের ডেপুটি জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক। ২০২৪ সালের ডিসেম্বরে রুশ রাসায়নিক ও জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ একটি বৈদ্যুতিক স্কুটারে পেতে রাখা বোমার বিস্ফোরণে নিহত হন। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ পরে এই হামলার দায় স্বীকার করেছিল। ২০২৩ সালের এপ্রিলে সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে ভাস্কর্য বিস্ফোরণে নিহত হন প্রখ্যাত রুশ সামরিক ব্লগার ম্যাক্সিম ফোমিন। ২০২২ সালের আগস্টে গাড়ি বোমা হামলায় প্রাণ হারান উগ্র জাতীয়তাবাদী তাত্ত্বিক আলেকজান্ডার ডুগিনের মেয়ে দারিয়া ডুগিনা। রুশ গোয়েন্দা সংস্থাগুলো এই হত্যাকা-ের প্রকৃত রহস্য উদ্ঘাটনে চিরুনি অভিযান শুরু করেছে। ইউক্রেন যুদ্ধের এই উত্তাল সময়ে খোদ রাজধানীর বুকে এমন উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button