জাতীয় সংবাদ
সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

প্রবাহ রিপোর্ট ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি’র একটি প্রতিনিধিদল। গতকাল সোমবার বিকেল ৩টায় দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টাম-লীর সদস্য ইসমাইল জবিউল্লাহ ও ড. মোহাম্মদ জকরিয়া। বৈঠকে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।



