জাতীয় সংবাদ

কুষ্টিয়া সীমান্তে টহল তৎপরতা জোরদার

প্রবাহ রিপোর্ট ঃ খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকে গুলির ঘটনার পর সীমান্ত এলাকা সিল, চেকপোস্ট ও টহল তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তের আশেপাশের এলাকায় ৮টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সোমবার বেলা পৌনে ১২টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা উপজেলার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এনসিপি শ্রমিক উইংয়ের খুলনা বিভাগের আহ্বায়ক ও নসিপি কেন্দ্রীয় সমন্বয়ক মোতালেব সিকদার (৪২) দুর্বৃত্তের গুলিতে আহত হন। বিজিবি অধিনায়ক জানান, সংঘটিত অপরাধে জড়িত দুষ্কৃতকারীকে অনতিবিলম্বে আটক এবং সীমান্ত অতিক্রম রোধকল্পে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুর এবং মেহেরপুর জেলার গাংনী সীমান্তে নিশ্ছিদ্র নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে। বিজিবি অধিনায়ক আরও জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিওপিগুলোর দায়িত্বপূর্ণ সীমান্ত এবং সীমান্তের আশেপাশের এলাকায় ৮টি চেকপোস্ট স্থাপনের মাধ্যমে দুষ্কৃতকারীদের আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়াও নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তে দ্বিগুণ টহল তৎপরতা বৃদ্ধি, চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনার মাধ্যমে দৃষ্কৃতকারী অপরাধীর সীমান্ত অতিক্রম রোধকল্পে কর্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button