আরও একটি হত্যা মামলায় ‘ছোট সাজ্জাদ’ ও তার স্ত্রী গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’ ও তার স্ত্রী শারমিন তামান্নাকে আরও একটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার দেখানো) আদেশ দিয়েছেন আদালত। গত রোববার সন্ধ্যায় শুনানি শেষে নগরীর কোতয়ালি থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ আদেশ দেন। এদিন রাজশাহী কারাগার থেকে সাজ্জাদ এবং ফেনী কারাগার থেকে শারমিন অনলাইনে শুনানিতে চট্টগ্রাম আদালতে সংযুক্ত হয়েছিলেন। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। এপিপি বলেন, গত বছরের ১৩ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আহত হয়ে পরবর্তী সময়ে মারা যান নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি। এ ঘটনায় কোতয়ালি থানায় দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে কোতয়ালি থানা পুলিশ। এর আগে গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত চান্দগাঁও থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে হত্যাসহ দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পুলিশ ও আদালত সূত্র জানায়, সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও একাধিক হত্যাসহ ৮টি মামলা রয়েছে। গত সেপ্টেম্বরে ৪টি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে তারা জামিন পেয়েছেন। তবে ওই আদেশ চলতি সপ্তাহের শেষের দিকে চট্টগ্রামের আদালতে পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে। গত ১৫ মার্চ সাজ্জাদকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি রাজশাহী কারাগারে বন্দি আছেন। গত ১০ মে দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে শারমিনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে শারমিন ফেনী জেলা কারাগারে বন্দি আছেন।



