ফেনীতে আদালতের সেরেস্তাদারের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্টঃ ফেনীতে জেলা জজ আদালতের সেরেস্তাদার এনামুল হকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ফেনী সদর উপজেলার ফতেপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে এনামুল হক শহরের আলিমুদ্দিন এলাকার ভাড়া বাসা থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে স্থানীয় লোকজন ফতেপুর এলাকার রেললাইনের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত একটি লাশ দেখতে পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেন। খবর পেয়ে মৃতের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশটি এনামুল হকের বলে শনাক্ত করেন। এনামুল হক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে ফেনী যুগ্ম জেলা জজ আদালত-১-এ সেরেস্তাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্ত্রী ও চার ছেলেসহ তিনি শহরের আলিমুদ্দিন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। লাশ উদ্ধারের খবরে ফেনী আদালতে কর্মরত সহকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় আদালতপাড়ায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।



