ছন্দে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : শারজা ওয়ারিয়র্জের বিপক্ষে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। প্রায় দুই সপ্তাহ পর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলেন তিনি। দুটি ম্যাচেই বিবর্ণ ছিলেন বাঁহাতি অলরাউন্ডার। তবে দল এমআই এমিরেটস জয়ের মুখ দেখেছিল। গত রোববার সাকিবকে দেখা গেল ভিন্ন রূপে। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। দুবাইয়ে আগে ব্যাটিংয়ে নামে ভাইপার্স। সাকিব সপ্তম ওভারে বল হাতে নিয়ে জাদু দেখান। নিজের প্রথম ওভারের শেষ বলে ফখর জামানকে নিকোলাস পুরানের ক্যাচ বানান। বাঁহাতি স্পিনার তার পরের ওভারে স্যাম কারানকে ফিরতি ক্যাচে মাঠছাড়া করেন। এই দুটি উইকেটই নিয়েছেন সাকিব। তবে তার বোলিং ফিগার বলছে ডেজার্টকে ১২৪ রানে আটকে দিতে তার অসামান্য অবদান রয়েছে। প্রথম ওভারে সাকিব ৫ রান দিলেও পরের তিন ওভারে দেন মাত্র ৩ রান করে। ৪ ওভার বল করে ১৪ রান খরচ করেছেন তিনি। তার ২৪ বল থেকে কোনো বাউন্ডারি মারতে পারেনি প্রতিপক্ষ ব্যাটাররা। ডট দিয়েছেন অর্ধেক। তার বোলিং ফিগার ৪-০-১৪-২। ১২৫ রানের লক্ষ্যে নেমেও সাকিব গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৮তম ওভারের তৃতীয় বলে জয়সূচক চার মেরেছিলেন তিনি। ২৫ বলে এই বাঁহাতি ব্যাটার ১৭ রানে অপরাজিত ছিলেন। এমিরেটসের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন সাকিবের সঙ্গে ৩৩ রানের জুটি গড়া অধিনায়ক কিয়েরন পোলার্ড। এছাড়া ২১ রান করেন সঞ্জয় কৃষ্ণমূর্তি। ৬ উইকেট হারিয়ে ১৫ বল বাকি থাকতে টানা তৃতীয় জয় নিশ্চিত করে এমিরেটস।



