স্থানীয় সংবাদ

বাগেরহাটে বিএনপি দলীয় সাবেক এমপি সেলিমের পক্ষে ৩ টি আসনের মনোনয়ন পত্র সংগ্রহ

# দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় #

বাগেরহাট প্রতিনিধি ঃ দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় ৪ টি আসন অধ্যুষিত বাগেরহাটের ৩টি সংসদীয় আসন থেকে বিএনপি দলীয় সাবেক এমপি এম এ এইচ সেলিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর বড় ছেলে মেহেদী হাসান। সোমবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপি নেতা মাহাবুবুর রহমান টুটুল ও রনি মিনাসহ অন্যান্য নেতা-কর্মীরা। তফসীল ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে ৩টি সংসদীয় আসনে নির্বাচনের লড়াইয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। এমএ এইচ সেলিমের মনোনয়ন সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোত্তালেব হোসেন বলেন এম এ এইচ সেলিমের পক্ষে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী), বাগেরহাট-২ (জেলা সদর-কচুয়া) ও বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহকারী সেলিমের ছেলে মেহেদী হাসান বলেন, ‘আমরা তিনটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার পিতার জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন বাগেরহাটের মানুষের সেবা করতে পারি। এদিকে, বাগেরহাট জেলায় ইতোমধ্যে বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন, বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণ মন্ডল, বাগেরহাট-২ আসনে শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট-৩ আসনে শেখ ফরিদুল ইসলাম ও বাগেরহাট-৪ আসনে সোমনাথ দে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button